মায়ের ভূমিকা
তোফায়েল আহমেদ টুটুল


মানব সন্তান পৃথিবীতে করিতে সৃজন,
প্রভু পছন্দ জমিন মায়ের গর্ভ ধারণ।
পিতার আনন্দ তৃপ্তির নাপাক বীর্য স্খলন,
গর্ভবতী হল মা বিধাতা সৃষ্টির আয়োজন।
দশ মাস দশ দিন মা গর্ভে দিলেন ঠাই,
রক্ত মাংস খেয়ে মায়ের ভবে এল সবাই।
ভূমিষ্ট হয়ে যখন উঠিল সন্তান কেঁদে,
শান্ত করিল তখন মায়ের বুকের দুধে।
ধুলা বালি লাগল গায়ে ময়লা আবর্জনা,
যত্নে পরিস্কার করে কোলে তুলে একজনা।
প্রশ্রাব পায়খানা কত করলাম বিছানাতে,
সন্তান শুকনাতে রেখে মা শুয় ভিজাতে।
কানা খুড়া ল্যাংড়া আতুর সন্তান কভু হলে,
অবহেলা করল সবাই মায়ে তবুও পালে।
হাদীস বুখারী শরীফে নবী মুহাম্মদ বলে,
সন্তান জান্নাত পাবে মায়ের চরণ তলে,