কষ্টের পৃথিবী
তোফায়েল আহমেদ টুটুল


কষ্ট নিবে কষ্ট ,হরেক রকম কষ্ট,
লাল ,নীল ,ধুসর ,কষ্টে জীবন নষ্ট।
বাবার বুকে কষ্ট আছে, আয় রোজগার সল্প,
সন্তানের চাহিদা পুরণে ,সাম্যর্থ খুব অল্প ।
বিদ্যা শিক্ষায় মানুষ করবে মনে কত আশা,
হিমশিম খায় বরণ পোষণে, বুকে হতাশা।
কষ্ট বুকে পুষে রাখে কুমারী মেয়ে কজন,
যৌতুকহীন পাত্রের সন্ধান উপায় নেই এখন।
কষ্টের পাহাড় পর্বত, বুকে বেঁধেছে বসত বাড়ি,
কষ্টের মাঝে শক্ত বাজী, ধরল জীবন পাড়ি।


কষ্ট দেখ কষ্ট, অঙ্গে জড়িয়ে বসন কষ্ট,
নীরব ,চাপা, হাসি মাখা কষ্টে পথভ্রষ্ট।
মায়ের মনে কষ্টের অনল, অন্তর জ্বলে পুড়ে,
নিত্য দিনের অভাব অনটন ,অশান্তি সংসারে।
নুন আনতে পান্তা ফুড়ায়, বুকে শুধু আহাজারি,
বদনগুলি যায়না দেখা, সন্তানেরা অনাহারী।
লক্ষী, যাদু, সোনা মণি, বুকের মানিত রতন,
মুরগী পোলা রান্না হবে ,ভর্তা ভাত খাও এখন।
ছল চাতুরীর মাঝে কষ্ট ,ফাটে মায়ের ছাতি,
সন্তানের কষ্ট ভুলায় রুপকথার গল্প পাতি।


কষ্ট পাবে কষ্ট ,বুকে জমানো কষ্ট,
হালকা ,মাঝারি ,বৃহৎ আকারের কষ্ট।
স্বামীর বুকে কষ্ট লুকায় স্ত্রীর দেয়া আঘাত,
বউ শাশুড়ির কষ্টের কথা, শুনছে দিনরাত।
স্ত্রীর যত কষ্ট ,স্বামী তার আদেশ মানেনা,
পুরুণ হয়না কভু, বিয়ের পরে যত বাসনা।
তরুণ তরুণী ,কষ্ট কত করছে প্রেমের খেলা,
মান অভিমানে ,কষ্টের আড়ি চলছে সারাবেলা।
আর যত কষ্টের কথা ,বলব কি ?সবার কম বেশ,
কষ্টের পৃথিবী বুঝেনি ,মানব জীবনে নেই শেষ।