আধুনিক বিরহ
তোফায়েল আহমেদ টুটুল


দেশে এসেছে মোবাইল, চিঠি বন্ধ এবার,
প্রেম করিতে এখন মোবাইলের দরকার।
হৃদয় উজার করে ,লিখলাম চিঠি একখান ,
সেই চিঠি সখী আমার করল প্রত্যাখান।
তাহার সনে হইবে না প্রেমের লেনাদেনা,
জরুরী কিনিতে হবে মোবাইল একখানা।
আমার অভাবের সংসার ,সাধ্য নাই কিনার,
কে প্রাণের বান্ধব? দিবে মোবাইল উপহার।


ভাবি নিরালা নির্জনে ,বেকার কাটে জীবন,
কেমন করে বল ?কিনব মোবাইল ফোন।
হৃদয়ে ঘটে কেবল ভালবাসার রক্তক্ষরণ,
সখীর সনে হয়না প্রেমের মিষ্টি আলাপন।
মনের আয়নাতে খেলে সখী, ছলনার গেম,
মোবাইলের যুগে, শুধু চলে আধুনিক প্রেম।
আবেগ অনুভুতি, ফাগুন যত মনের গভীরে,
প্রেমের প্রকাশ এখন মোবাইল ব্যবহারে।


অ্যাপেল, নকিয়া কত মোবাইলের বাহার,
এন্ড্রয়েড, গ্লাক্সী, রয়েছে ফাংশনের বাজার।
মনের কথা বলতে গেলে ফ্লেক্সির দরকার,
কোথায় পাব টাকা কড়ি, এমবি কিনার।
গ্রামীন ,বাংলালিঙ্ক যদি দিত এই অফার,
কল করিলে বিল হবেনা, প্রেমিক প্রেমিকার।
ফেসবুক ,ম্যসেন্জার ,হুয়াটস ,আপ টুইটার
ইমুতে দেখে দেখে সুযোগ দিত ভালবাসার।


আশা ছিল মনে মনে ,চিঠি লিখব প্রতিদিন,
পড়তে পড়তে কেটে যাবে ,সখীর রাত্রদিন।
সকাল দুপুর বারে বারে, চিঠি খুলে পড়বে,
প্রহরে প্রহরে আমায়, রাখবে শুধু অনুভবে।
কত দিনের কত কথা, হৃদয়ে আছে গাঁথা,
প্রেম অনলে অন্তর পুড়ে,বুকে বিরহ ব্যথা।
মোবাইল ছাড়া, কি করে হয় যোগাযোগ?
আধুনিক বিরহে আমার ,ভেঙ্গে যায় বুক।