কবিতা চোর
তোফায়েল আহমেদ টুটুল


কাকে যদি পালক লাগায়, ময়ুর কি হয় ভুলে,
বেল পাকিলে কাকের কি ?লোকসমাজে বলে।
ভাত ছিটালে হয়না অভাব ,কাক আসে বাড়ি,
আহার করায় ব্যস্ত নয় সে ,করে সাবান চুরি।
পরিস্কারে সুন্দর হবে ,কাকের মনে বাসনা,
কয়লা কালো শত ধুইলে ,কভু ময়লা যাবেনা।
কাকের বাসায় কোকিল ছানা ,থাকে কতক্ষণ?
কবিতা চোর তোমরা যত সবাই কাকের মতন।


কাব্য পড়ে মুগ্ধ হৃদয়ে, তুমি মহৎ পাঠক,
কবিতা চুরি করে শুধু ,কেন নতুন নাটক?
শিক্ষিত বিবেক তোমার, বিচক্ষণ ক্ষমতা,
চুরির নেশা বর্জনে দাও ,কবিকে মর্যাদা।
কবি হতে সবার প্রানে হলে ইচ্ছের উদয়,
আপন প্রতিভায় সৃষ্টি কর নতুন পরিচয়।
ভাইরাস হয়ে, অন্যের লেখা চুরি না করে,
সম্মানে মাথা উঁচু কর ,জনতার কাতারে।


চুরি বিদ্যা বড় বিদ্যা ,করেছো তুমি পুঁজি,
সারাদিন অনলাইনে বসে, কত খোজাখুজি।
খুব সহজ কপি করে ,নিজের নামে পেষ্ট,
চোরের মায়ের বড় গলা,আমি সবার বেষ্ট।
লজ্জা সরম নেইকো তার, কেটে দিলে কান
পরের লেখা চুরি করে ,বাড়াতে চায় সে মান।
চোরের বাড়ি হয়না দালান ,পায়না কভু দাম
কলঙ্কের হাড় গলায় ঝুলে ,সমাজের বদনাম।