♥♥♥ ভালবেসে চাই♥♥♥
তোফায়েল আহমেদ টুটুল


ভালবেসে ফুল যদি দিতে না চাও,
ফুলে থাকা কাঁটাগুলো না হয়
আমাকে দিও।
ভালবেসে সুখ যদি দিতে না চাও,
তোমার জীবনের দুঃখগুলো না হয়
আমাকে দিও।
তবুও তুমি, কিছু না কিছু দিয়ে,
আমাকে ঋণী করে যেও।।


যে ফুল কুড়াতে দিলে, শত কাঁটার ঘাঁই,
ফাগুন দোলার আগুন দিয়ে,
পুড়ে করলে ছাই।
আমি বারে বারে তবুও চাই,
পথ ভুলে তোমার কাছে যাই,
স্বপ্নগুলো ভেঙ্গে দিয়ে ঘৃনা করে যেও।।


মালার বদল জ্বালা দিও, দিও অপমান
কখনো অভিমানে ভেবনা তুমি,
মিছে এই হৃদয়ের টান।
জীবন পথে একই সাথে নাই বা পেলাম
ভালবাসার দাম দিয়ে শূন্য নিলাম,
তবুও বাসব ভাল যতক্ষণ বাঁচে প্রাণ,
তুমি শুধু জেনে নিও। ।


সুখের আশায় আমি বাঁধিলাম যে ঘর,
পর করে গেলে হয়ে কাল বৈশাখী ঝড়।
কত যে আশা ছিল এই মনে,
জানবেনা তুমি কভু থাকবে গোপনে,
ব্যথা যদি দিয়ে থাকি ভুলে গিয়ে,
ক্ষমা করে দিও।।


ভালবাস আর নাই বাস,
আমি তোমায় ভালবেসে যাব,
আঘাতের ক্ষত বিক্ষত হৃদয়ে,
তোমায় খুঁজে নিব।
ভালবাসার যন্ত্রণার আগুন বুকে
শান্তনার জলে নিভিয়ে দিও।।