👣ঋণ পরিশোধ👣
তোফায়েল আহমেদ টুটুল


দেনা পাওনার কত অংক কষেছি কঠিন,
কত পরিশোধিলাম ঋণ!
জীবন খাতার হিসাব করিনি কোনদিন,
আছে কি জীবনের ঋণ?
বুঝেছি কবে? কে করিল ভবে? লালন পালন,
মাতা পিতা ,আত্মীয় স্বজন
কে করিল সৃজন ?বড় যতন করে জীবন,
ভাবেনি মন তাকে আপন।
স্বপ্ন সুখে বিভোর ,রেখেছি পৃথিবীর খবর,
অবশেষে ঘটিবে মরণ।


রহিম রহমান তুমি দয়ার সাগর,
তুমিতো নও কৃপণ,
রঙ্গিন নেশায় ঘুরেছি ভবের বাজারে,
ভুলেছি আসার পণ।
নির্মল বায়ুর নিঃসাসে, বাঁচালে জীবন,
নয়নে দেখালে সুন্দর ভূবন,
খাদ্যের স্বাধ দিয়েছ জীবে, করিতে ভক্ষণ।
নিদ্রাতেও দেখেছি স্বপন,
তুমি দেনাদার ,ভাবিনি কভু হইবে কঠিন,
পরিশোধ করিব ঋণ কখন।


দিনে দিনে বহু বাড়িতেছে দেনা,
শোধিব কি করে ঋণ?
নাই কোন ধন ,কিসে পুঁজিব চরণ?
ভব সংসারে দীন হীন।
তোমার করুণা দান করিতেছি গ্রহণ,
সর্বদা ভিখারীর মতন।
তোমাকে দেবার বল, আমার কি ছিল?
আমাকে যত খারাপ বল।
লোক চক্ষুর অন্তরালে, করেছি আড়াল,
মানব জীবন তাই হল বিফল।