ইসলাম আমার ধর্ম, আমি মুসলমান,
নবী মুহাম্মদ হযরত, আনিলাম ঈমান।
পবিত্র মহা গ্রন্থ আল কুরআন সংবিধান,
হাদীসের মহান বাণী, দেয় মুক্তির সন্ধান।
সাওম পালন, প্রভুর আদেশ মাহে রমজান,
ধন সম্পদে গরীব দুখীর হক ,যাকাত প্রদান।


সদায় যেন মনে থাকে তৌহিদের বাণী,
আল্লাহু আকবার, হবে জেহাদ ধ্বনি।
পাপের যত কর্ম, রুখব ঈমানের বর্মে,
ন্যায় নীতি, সততা আদর্শ, রাখব কর্মে।
কালেমা মাথার তাজ, সালাতে হয় মেরাজ,
মক্কা, মদীনায় আমি করব পালন হাজ্জ।


মাতা পিতার সাথে করব সদ্ব্যবহার,
আত্মীয়, প্রতিবেশীর আছে অধিকার।
সন্তান যত করব মানুষ দুনিয়ার ভিতর,
পরিপূর্ণ আত্মসমর্পন ইসলামের উপর।
আল্লাহ আমার রব, জানি আমার সব,
দমে দমে প্রতি দমে, করি সেই অনুভব।