💔প্রেমের বৃন্দাবন💔
তোফায়েল আহমেদ টুটুল


শুন বলি শ্রীমতি রাধা, আমি তোর প্রেমে বাধা,
দিলের ভালবাসা সাদা, দিসনা কলঙ্কের কাঁদা।
আমি শ্রী নন্দের গোপাল, সেজে প্রেমের রাখাল,
ভালবামায় বন্ধি করল, তোর রুপের মায়াজাল।
মোহন বাঁশি হাতে শ্যামে, বসিয়া যুমনার কুলে,
কলসি কাকে সখীর সনে, আসবি জলের ছলে।
তোর প্রেমে কৃষ্ণ কানাই, নাম ধরিয়া বাঁশি বাজাই,
মনের কুন্জু মথুরায় বসে, প্রেমের বৃন্দাবন সাজাই।


মধুর বাঁশির সুরে সুধা, কুল বধু শ্রীমতি রাধা,
জাত কুল, মান মর্যাদা, শাশুড়ী, ননদীর বাধা।
ডর ভয় কি আছে কলঙ্কে? শুন সখী বাঁশি ডাকে,
আমি রাধা যাই ঘাটে, প্রাণ চায় দেখিতে তাকে।
বাজায় বাঁশি শ্যামরায়, আমি সখী নিরুপায়,
এখন ঘরে থাকা দায়, জল ভরিতে যমুনায়।
শুন বলি কৃষ্ণ কালা, আমার দিওনা জ্বালা,
গলাতে কলঙ্কের মালা, রাধা রাণী হয় উতলা।


কি করবে কৃষ্ণ শ্যাম, বাঁশি জপে রাধা নাম,
বাঁশের বাঁশির বদনাম, ভুলে রাধা ডাকে শ্যাম।
বিনোদিনী শ্রীমতি রাধা, কৃষ্ণ প্রেমে পড়ল বাধা,
বৃন্দাবনে আসে কৃষ্ণ, ময়ুর পঙ্খির সাজে রাধা।
রাধা কৃষ্ণের প্রেমের লীলা, কেটে যায় সারাবেলা,
জুঁই, চামেলী, গোলাপ, বেলী ফুলে অলির মেলা।
প্রেমের পাশা খেলে দুজন, রাঁধার সনে কৃষ্ণ নন্দন,
অমর ইতিহাস মথুরায়, রাধা কৃষ্ণের প্রেমের বৃন্দাবন।