🌈টেলিফোন🌈
তোফায়েল আহমেদ টুটুল


কুরআনে শুনেছি আমি, তুমি জগতের স্বামী,
পাঠাইলা বাপের বাড়ি, সবি জান অন্তরযামী।
আমিতো জানিনা পতি, সতী না,হই অসতী,
তোমার ঘরে সুখের আশা, বাসনা মনে অতি।
ওগো প্রাণপ্রিয় পতি সাই, চরণে চাই ঠাই,
তোমার আশ্রয় না পেলে, কোন রক্ষা নাই।


দেখনি এসে কভু, কত ডাকি তোমায় প্রভু,
অপেক্ষায় বসে আছি, কখন ডাকবে শুধু।
মোবাইল, ফোন ফ্যক্স, ট্যালেক্স, ঠেলিফোন,
টেলিগ্রাম, বার্তা, পাঠাইবার নাই ডাকপিয়ন।
আশায় আশায় দিন গুনে, শুধু আমার মন,
গভীর হৃদয়ে অনুভব করি, তোমার আগমন।
তোমার আগমন ধ্বনি অন্তরে শব্দ শুনি,
তাইতো আমি সবসময়, মিলনের প্রহর গুনি।


কখন কর ডায়াল, বুঝিনা তোমার খেয়াল,
ভাঙ্গবে কবে? তোমার আমার এই দেয়াল।
বলেনা কিছুই মন, মরণ রথে উঠব কখন?
কবে জানি সময় হবে, তোমার কাছে গমন।
কোন নাম্বারে করবে ডায়াল? জানিনা কখন?
দয়ালে ডাকিবে আমায়, আসবে টেলিফোন।