🐓 মাটির পিঞ্জিরা   🐓
তোফায়েল আহমেদ টুটুল


মাটিরও  পিঞ্জিরায় সোনার ময়নারে,
তোমারে পুষিলাম আমি কত আদরে,
বুকের খাঁচায় বন্ধি করলাম যতন করে,
সারাজীব থাকবে আমার এই আশা করে।
মধুর মধুর বুলিতে পাগল করল আমারে,
এত সাধের, একদিনও না দেখিলাম তারে।
পিঞ্জিরায়   থাকিয়া ময়না শুধু ছটফট করে,
ফাকি দিয়ে, কখন জানি যাবে সে উড়ে?


পিঞ্জিরায় কেমন করে বসত হল তাহার?
পাখির সনে পিরিতের ভাব ইচ্ছা বিধাতার।
দিবা রাতি ঘরে বাইরে আসা যাওয়া তার,
কোনদিন নিতে চায়না, অনুমতি আমার।
মন নিয়া খেলা করা স্বভাব পাখিটার,
সে ছাড়া অন্ধ নয়ন, জ্যোতি নাই দেখার।
ওরে পাখি দিসনা ফাঁকি, মিনতি বার বার,
জীবন মরন সঙ্গে থাকিস, স্মৃতিতে আমার।


বড় বেঈমান! এতদিন পুষলাম যে ময়না,
ভালবাসার প্রতিদান সে কিছুই দেয়না।
কত আবদার দিবানিশি করেছে বায়না,
যাবার বেলা একবারও সে আমারে কয়না।
উড়িয়া গেল সে কখন? দেখব কি? জানিনা,
আমারে ভেবেছে কেবল, শুধু তার অচেনা।
মন পিঞ্জিরায় সোনার খাঁচায়, আর থাকেনা,
কোন দেশেতে চলিয়া গেল? পাইনি ঠিকানা।