💜মানব প্রেম💜
তোফায়েল আহমেদ টুটুল


প্রেমে সৃষ্টি আদম হাওয়া, সৃষ্টি জগত সংসার,
প্রেম হয়না দেহের সনে, প্রেম হয় আত্মার।
প্রেম স্বর্গ, প্রেম নরক, প্রেম আলো অন্ধকার,
প্রেম, প্রীতি, ভালবাসা বিধাতার দান উপহার।
প্রেম সত্য, প্রেম মিথ্যা, প্রেম বাঁচা মরার স্বাধ,
প্রেম সাধন, প্রেম ভজন, প্রেম দেয় অপবাদ।


প্রেম কাঁদায়, প্রেম হাসায়, প্রেমে পাগল মন,
প্রেম দুঃখ, প্রেম বেদনা, প্রেম সুখের বন্ধন।
প্রেম, যায়না দামে কেনা, তবুও প্রেম দামী,
প্রেম, দিন রাতে সারাবেলা, মনের পাগলামী।
প্রেম আপন, প্রেম পর, রাখে ফুল বিছানায়,
প্রেমে, সাধু, ঋষী, মুনিষীর বাস গাছতলায়।


প্রেমে, থাকেনা কলঙ্কের ভয়, জাত কুলমান,
প্রেমের, নাই কোন পুঁথি সুত্র, নাই বেদ বিদান।
প্রেম করেছেন আল্লাহ রাসুল, জগত মহিমা,
প্রেম করেছে আইয়ুব নবী, সঙ্গে বিবি রহিমা।
প্রেমে পাগল জুলেখা বিবি, নবী ইউসুফের,
প্রেম করিয়া দন্ত যত, ভাঙ্গল ওয়াছের।


প্রেম ছিল লাইলী মজনুর, দুনিয়া সংসার,
প্রেমে রজকিনীর, চন্ডীর বার বছর পার।
প্রেম হল রাধা কৃষ্ণের, যুগ যুগান্ত অমর,
প্রেম দিওয়ানা মানব জীবন, নয় অবান্তর।
প্রেম হল বিধির খেলা, স্রষ্টা ও সৃষ্টির মাঝে,
প্রেমের প্রকাশ শেষ হয়না, কথা আর কাজে।


প্রেম আগুন বুকে জ্বলে, কাটেনা তবুও নেশা,
প্রেমের সুধা পানে, তৃষ্ণা বাড়ায় শুধু পিপাসা।
প্রেম যমুনায় জোয়ার বাটায়, দিল যে সাঁতার,
প্রেমের কাটা বুকে বিঁধে, গলাতে কলঙ্কের হার।
প্রেম অমূল্য রতন, বুকের ভিতর হৃদয়ের গহন,
প্রেম সাগরে দিয়ে ডুব, ধন্য কর মানব জীবন।