💔💔 কর্ম 💔💔
তোফায়েল আহমেদ টুটুল


মানব জীবন, বাঁচার তরে দুনিয়াতে এসে,
কর্মের মাঝে লিপ্ত হয়, নিজেকে ভালবেসে।
ভাল মন্দ ভাবনাতে নাই, করছে শুধু হেসে,
কর্মের কোন ফলাফল, থাকবে কি অবশেষে?
ন্যায় অন্যায় বুঝলেনা, প্রভেদ রয়েছে কিসে?
দেখ শুধু একবার, জীবনের লাভ ক্ষতি কষে।
পাপ, পূণ্য, কর্মের মাঝে, দেখ হিসাব কষে,
আখিরাতে সাজা হবে, আপন কর্ম দোষে।


মানুষের ভিতরে এত, কিসের অহংকার?
কে দিয়েছে? বাঁচার জন্য জীবনটা তাহার।
দুনিয়াতে বাঁচা মরা ইচ্ছা বিধাতার,
জ্ঞ্যন, বুদ্ধি, বিবেক দিয়ে ভাব একবার।
নহে আশরাফ, আছে শুধু বংশ পরিচয় যার,
কর্ম হবে দুনিয়া, আখেরের পরিচয় সবার।
ভাল মন্দ উপার্জনে, গড়েছো তুমি এই সংসার,
পাপ পূণ্যর ভাগ নিবেনা, সবাই শুধু অংশীদার।


অভাবে স্বভাব নষ্ট, হয়েছে কেবল সবার,
সন্তানের মুখের অন্ন করিতে যোগাড়।
উপার্জন করলে ভেবে, সুখে রবে পরিবার,
দালান কোঠা, বাড়ি ঘর, সম্পদের পাহাড়।
মরার পর কবরে, পাপের বোঝা শুধু তোমার,
অনন্তকালের সাজা, জাহান্নামের আগুনে পুড়ার।
সকল কর্ম, যদি হয় তোমার ধর্মকে মেনে চলার,
চিরকাল শান্তির জান্নাত, বিধাতা দিবে উপহার।