👿 মানব সমাজ 👿
তোফায়েল আহমেদ টুটুল


মানুষ সামাজিক জীব, সমাজে হয় বাস,
সমাজ করিতেছে আজ, মানুষের সর্বনাশ।
সমাজের ভাঙ্গা গড়া, শুধু মানুষের হাতে,
মানুষ তাকিয়ে রয়েছে, কার অপেক্ষাতে?
সমাজ পারেনি কভু, কাউকে করাতে বাস,
মানুষের রীতি নীতিতে, হয় সমাজের চাষ।
প্রয়োজনে, ভাঙ্গা গড়ার করবে আন্দোলোন,
উথান পতনে হবে, সুশীল সমাজ গঠন।


সন্তান দিল বাবা মা স্কুলে, মানুষ হবে খাটি,
লেখাপড়া বাদ, আদান প্রদান প্রেমের চিঠি।
কলেজে যাবে, ডিগ্রী নিবে, বাড়বে সম্মান,
রাজনীতিতে নেতা, রাস্তায় ধরেছে শ্লোগান।
স্কুল, কলেজ, ভার্সিটি বিদ্যার কেন্দ্রস্হল,
কলমের পরিবর্তে আজ, হাতে নেয় পিস্তল।
অশ্লীল পোশাকে মেয়ে, হয়েছে অশালীন,
ধর্ষনে সতীত্ব হারায়, করছে জীবন বিলীন।


কোন সমাজের যাতাকলে মানুষ কষ্ট পায়?
সন্তান মানুষ হয়নি বলে, করছে হায় হায়।
সন্ত্রাস, চাঁদাবাজ যত, অপকর্ম যাদের,
আলাদা, কোন সমাজে বসবাস তাদের?
খুন খারাবি, চুরি ডাকাতি, যুলুম অত্যাচার,
মদ, গাজা, জুয়া, অপহরন, যিনা ভেবিচার।
কোন সমাজে? অপরাধীরা বুক ফুলিয়ে চলে,
দেখে শুনে আজ আমরা, যাচ্ছি কেবল বলে।


আমার কি দায় পড়েছে? প্রতিবাদ তুলে,
আইন আছে, ভুমিাকা পালন করবে নির্মুলে।
সকলের নিকট প্রশ্ন, কি হয়েছে আপনার?
অন্যায় অত্যাচার যত, হয়না কেন প্রতিকার?
সবার আগে করতে হবে, সমাজটাকে ঠিক,
নইলে, প্রজন্মের পর প্রজন্ম, হারাবে দিক।
নিত্যদিন তৈরি হবে, মতলব আলি মাস্তান,
চুরি, ডাকাতি, হাইজ্যাক, ছিনতাই রাহাজান।


হয়না কারো মাথা ব্যথা, সমাজের দরকার,
কলঙ্কের কালো ছায়ায়, ঘিরেছে অন্ধকার।
মদ, গাজার আসরে, বসবে জুয়ার টেবিল,
জবর, দখল, সমাজে কত চলবে অনাবিল?
আলোর মশাল জ্বেলে দিয়ে, ঘুচাতে অন্ধকার,
তবেই কিন্ত, মানুষ হবে সন্তান আপনার আমার।
দূষণ সমাজ ঘৃণ্য আজ, জঘণ্য, বাসের অযোগ্য,
গড়তে হবে সমাজ, সবার জন্য বড় প্রযোজ্য।