অর্ক সদ্য বিছানা ছাড়লো
ঘুম ভাঙলো বিলম্বে
গতরাতে ক্লান্তি নেমেছিল
দ্বিতীয় প্রেমের মেঘলা দম্ভে
দ্বিতীয় প্রেম, দীর্ঘ চার বছর
ওদের টুকিটাকি, ভালোবাসা, ঝগড়াঝাঁটি
ধূমপান ধুমে মেঘের ভ্রুকুটি
মেঘ ওর বর্তমান
বড্ড একান্ত, প্রিয় আবহমান
মেঘ শিখিয়েছে ওকে কিভাবে চোখ মোছে
কিভাবে শুকাতে হয় হাতের কাটা শিরার ক্ষত
কিভাবে ভুল মুছে ভুলে যেতে হয় বিগত
অর্ক ভালো আছে আজ
ও আবার উদয় শিখেছে, ভালবাসতে শিখেছে
মেঘ বৃষ্টি এঁকেছে ওর জীবনে
ধুয়ে দিয়েছে অযাচিত অন্ধত্বের গ্লানি
ওরা দুজনেই নীড় ভাঙ্গা আকাশের পাখি
ওরা পরিণত শহীদের বেশে আজও অভিমানী ।