মিথ্যা বার বার প্রচারে
কখনও কখনও
কিছু কিছু বেদনার ভক্তবৃনদ
সত্য বলে মনে করে
কোন বিচার /প্রশ্ন না করেই
অতি আবেগে
খলনায়ক নায়ক হয়
মহানায়ক খলনায়ক হয়।।


ভালোবাসার উপহার
সীমান্তে লাশ আর লাশ
লাশের মিছিল
ভারত স্বামীর
সকল পণ্য বজন করি
ভারতকে ঘৃণা করি।।


আজও প্রতিবেশী দ্বারা
লাশ আর লাশ উপহার পায়
স্বাধীনতা, মানবতা
গনতন্ত্র বিক্রি করেও।।


ঐতিহাসিক ভুলে
দেশে দেশে স্বাধীনতা
দেশে দেশে বিজয়ে
কত আহত কত নিহত
মনে হয়
এখানেই অনেকগুলো
আজও ঐতিহাসিক ভুল।।


আজ যারে বন্ধু ভাব
কাল সে শএু
আজ যে শএু
কাল হতে পারে
চির ভাসানী সত্যই
আমরা সকলে বঙ্গবন্ধু
নট আজব
নট গজব
উন্নয়ন বন্ধু
হতে চায় না
ভারত স্বামীর বন্ধু।।