দ্রব্যমূল্যের উর্ধ্বগতি
(নিম্নআয় ও মধ্যবিত্ত মানুষের) ব্রেক ফেল জীবন গতি।


বাড়ছে মূল্য লাগামহীন
(দেখছে জাতি) বাজার ঠিকই নিয়ন্ত্রণহীন।


বাড়ছে না তো বেতন-ভাতা
দুর্বিষহ জীবন-খাতা।


নীতি নির্ধারক কই তুমি
(সত্যের কথা) বলতে গেলে দোষী আমি।


উচ্চ মূল্যে কিনছি যাহা (নিত্যপ্রয়োজনীয়পন্য)
তাও হয় ভেজালে ভরা।


হচ্ছে না তো ওষুধ ক্রয়
করছে যেন বিষ ক্রয়। (মেয়াদ উত্তীর্ণ ভেজাল ওষুধ)


(সিন্ডিকেটে) জনজীবন বিপাকে ফেলা
এই কি আজ নতুন খেলা??
কোথায় রইল ক্ষমতার কর্তৃত্ব?
ঠিক যেন সত্য
দুর্নীতিবাজ,পুঁজিবাদ এবং অর্থ-পাচারকারীদের নেতৃত্ব।


(নিম্নআয় ও মধ্যবিত্ত) কষ্টে ভরা জীবনতরী
হাসছে যেন চাটুকার পুঁজিবাদী।


(জীবনরক্ষায়) নিরীহ ক্রেতা আমি
(চড়া মূল্যে) করছো বিক্রি তুমি, ওহে পুঁজিবাদী।