এই যে বাবা শুনবি কিছু
সময় হবে তোর,
দেখ না গায়ে ভীষণ ব্যাথা
সব্ব গায়ে জ্বর।
বয়স হলো একটু বেশি
হয়তো পঁচাত্তর,
নিয়ম মেনেই কমে গেছে
আমার গায়ের জোর।
চোখে দেখি রকম সকম
ঝাপসা দেখি সব,
কি জানি কোন্ দিনে আমার
সাঙ্গ হবে ভব।
আমি বলি এ কি চাচা!
একলা কেনো পথে,
ছেলে মেয়ে তারা কোথায়
কেউ আসেনি সাথে?
বললো, বাবা সবাই আছে
আছে সবার সাথে,
আমিই শুধু একলা মানুষ
ছুটেছি দিন রাতে।
থাক্ না বাবা সে সব কথা
হাত খানা তুই ধর,
একটু বাবা পার করে দে
যদিও তুই পর।
কি বলবো আর পাই না ভেবে
আসলো চোখে জল,
মনে হলো মরছি ডুবে
পাই না ভেবে তল।