ঘর থেকে যাওয়ার বেলা
স্যার মারে ঘরে তালা,
ঘরে আমি একলা থাকি
বসে বসে স্বপ্ন আঁকি,
যদি হায় মুক্তি মেলে
গোখরার ছোবল গিলে,
দুর ছাই করে আমায়
তারা সব নতুন জামাই,
সারা দিন বেদম খাটি
বিনিময়ে পেটায় লাঠি,
গায়ে সব দাগে ভরা
আমি তো ঘাটের মরা,
দু বেলা পাই না খেতে
না পারি বাইরে যেতে,
পৃথিবী আঁধার আমার
বাকি শুধু সন্ধ্যা নামার,
তোরা শুধু টাকায় বড়ো
মননে জড়ো সড়ো,
পাপে তোর পাহাড় বোঝা
ঝাড়াবে কোন্ সে ওঝা,
মরে দ্যাখ ভন্ড শালা
বুঝবি পাপের জ্বালা।