সসস্ত্র বনিকের বিরুদ্ধে
রক্তে কেনা দেশ আমার,
আমার দেশ কারো কেনা গোলামি নয়,
ফুটপাতে বসা ফকিরের থালে
ঝনঝনে টাকা কড়ি নয়।
মাতৃস্নেহে পালা বীর ছেলেরা যার পাহারায়,
সে মা কারোর একার নয়,
সে মা আমার মা
সে মা দেশের মা।
নয় মাস রক্তের জোয়ারে ভেসে
মমত্বের শিকল ছিঁড়ে
বীরত্বে কেনা ফসল তুমি,
তুমি রমণীর কাছে সযত্নে লেখা চিঠি,
রক্ত মাখা রুমালে আঁকা মানচিত্র,
তুমি বীরাঙ্গনা সেতারা
চোখের জলে বয়ে যাওয়া সমুদ্র
নর পিশাচের কাছে তুমি অগ্নুৎপাত
দুচোখ জুড়ে তীক্ষ্ণ যন্ত্রণা।
তবে আজ কি হলো তোমার?
ক্ষুধার নেশায় আসক্ত শিশুর আহাজারি
এসিডদগ্ধ বোনের বুকফাটা আর্তনাদ
পঙ্গু বাবার কাঁধে প্রতিবন্ধী সণ্তান,
এ কেমন মূড়তা তোমার,
দৃষ্টিহীন নাদানের মতো
তুমি ছুটেছো ঘোর অমানিশার দিকে
কোথায় মুক্তি তোমার
কোথায় তোমার স্বাধীনতার জয়গান
মাতৃ সঞ্চারী তুমি কার বাসস্থান
কারা তোমার সন্তান?