তুমি মুক্তি পেলে।
আসলেই কি মুক্তি পেলে?
স্মৃতিচারণ বেশ ছোঁয়াচে!
হয়তো তুমি ভুলে গেছো,
সত্যিই কি ভুলতে পেরেছো?
ভাবছো তুমি আত্মভোলা
কিন্তু আত্মার বাস তো তোমার বুকের ভেতর।
তুমি তোমার আত্মাকে অস্বীকার করবে?
একটু খানি জায়গা দিয়েছিলে না আমায়?
তা কি দিয়ে প্রতিস্থাপন করলে?
সুখ দিয়ে?
সুখি তো আমিও
তোমার সুখ দিয়ে।
ভাবছো আমি বিকারগ্রস্ত
এলোমেলো বিলাপ আমার,
কিন্তু এই এলোমেলো বিলাপই তো
একদিন তুমি কবিতা বলতে।
এলোমেলো চুল আর চোখের নিচে কালো দাগ
এখনও আছে,
রাত জাগা যে আমার অভ্যেস।
এখনও রাত জেগে ভোর দেখি,
ভোরের সূর্য ওঠে,
পৃথিবী জাগে,মানুষ জাগে,
শুধু তুমিই ঘুমিয়ে থাকো
অনন্তকালের ঘুম!