তোমার মতো একটা মুখোশ বানাবো,
তারপর কপালে টিপ এঁকে
নাকে নোলক বেঁধে
সাজাবো আমার গ্রাম্য প্রেমিকার মতো,
ললিতা,তোমার লজ্জাবনত চিবুকে
নবকিশলয় এঁকে বিটপীশ্রেণীর মতো
লজ্জাহীন করে তুলবো তোমায়,
আলতার রঙ্গে পা রাঙ্গিয়ে
জলকেলি করা কিশোরীর মতো
মনের সব রং মাখিয়ে
রাঙ্গিয়ে তুলবো আমার ভালোবাসার কল্পলোক,
আটপৌরে শাড়ি আর উন্মুক্ত কেশে ঢাকা
সুলোচনা তনুর জেল বেড়িতে আটকে থাকা
নয়নের মুক্তিকে ছুটি দেবো চিরৎরে,
নুপুর পায়ে রাজহংসের পি্ছে ছুটে চলা
চঞ্চলা কিশোরীর মতো হরদম হর্ষে
তোমার পিছে ছুটে যাবো বুনো হংসের মতো,
ললিতা, তোমার বিস্তৃর্ণ কপোলে
তীলক এঁকে তাতে চোখের জল মিশিয়ে
ভালোবাসার শুদ্ধ সমীকরণ সিদ্ধ করবো।