পুরুষ তুমি মানুষ হও!
পৌরুষ্যের জৌলুস ছেড়ে
পরো মনুষত্বের গাউন।
আর কত পাষবিক বিলাস হলে
তোমার পিয়াস মিটবে?
আর কত মেহেদী রাঙ্গা হাতের রক্তে
অপবিত্র করবে তোমার প্রেতাত্মা।
আর কত হিংস্র আঁচড়ে বিক্ষত করবে
মানবীর বক্ষবিবর।
আর কত রক্ত দিলে
তোমার জন্মদানের পাপ মোচন হবে।
আর কত সম্ভ্রম হারালে
তোমার জন্মপূর্ব বাসস্থান সুরক্ষিত হবে।
কখনও কি ভেবে দেখেছো?
তুমি কার সন্তান,
কার বোলে তুমি কথা বলো?
ভেবে দ্যাখো একবার,
পৌরুষ্যের পর্দা বিলিয়ে
খোলো মনুষত্বের দোয়ার।
পুরুষ তুমি মানুষ হও!