প্রেমাদ্র গোলাপ আর নীল খামে মোড়া চিঠি
এখনও ডায়েরীর ভাজে গোঁজা আছে।
শুকিয়ে কাষ্ঠসার গোলাপ
আজও প্রেমের পরশে সিক্ত,
নীল খামে মোড়া চিঠি তেমনই রয়ে গেছে
ঠিক যেমনই দিয়েছিলে তুমি।
শুধু পরিবর্তনের অবৈধ আবেগে
ভেসে গেছো তুমি,
প্রেমাদ্র গোলাপের কথা মনে রাখনি,
গোলাপের কাঁটা বিঁধে ঝরা
রক্তের কথা ভুলে গেছো কি না জানি না।
আমি ভুলিনি,
সে রক্তে আমার হৃদয়ের ঝরাবেগ মেখে আছে।
রাত জাগা সময়ের সাথে মিশে থাকা
হাজারো গল্পের যথেচ্ছা ব্যাবচ্ছেদ করেছো,
অযত্নে অবহেলায় ভালোবাসার প্রদীপ্ত আলো
দুরাশার ঝড়ো ঝাপটায় প্রায়শই নির্জীব
মর্মান্তিক ছেলে খেলার স্বীকার
আমার ভালোবাসার চর্যাপদ,
তুমি ইতিহাস মনে রাখোনি,
প্রেমাদ্র গোলাপ ছুঁড়ে ফেলেছো,
বিসর্জন হয়ে গেছে গঙ্গার জলে।