আমি একটা জল্লাদ খানা খুলেছি
আমি মায়ার বাঁধন ভুলেছি
আমি দুচোখে অগ্নি লুটেছি,
সারি সারি!
সে তো নয় লাল পিঁপড়ার সারি,
সে তো বিষক্ত মানুষের সারি
তার সাথে আমার চির কালের আড়ি।
সে মানুষ! যে মানবতা ভুলেছে
নজরের পর্দা তুলেছে,
সে মানুষ রূপী অমানুষ
সে অমানুষ নাকি না মানুষ,
মিথ্যে ফানুষ উড়িয়ে কি লাভ
কেনো তোর মিছে ভাব,
আপদমস্তক সেজে মানুষ স্বরূপ
কেনো আচরণ তোর এতই বিরূপ,
কেনো দ্বধার পাহাড় তোর মনুষত্বে
কেনো তুই রাজি মহা অপসত্ত্বে,
দিনে মহা মানুষ রাতে শ্রীঘরে
পাদুকা ছিকায় তুলেরাতে চুরি করে,
মুখে মুখে বোন বোন
তলে তলে ঠন ঠন,
শালা লুচ্চার বেটা তুই
রাত এলে শুই শুই,
দেশ গেলো রসাতলে
চোখ ভরা ব্যাথা জলে,
তবু তুই ভুলে যাস
লুটে পুটে চেটে খাস।