যেমন পাহাড়ি ঝর্ণা জন্ম নিয়েই
হাসিমুখে ঝরে পড়ে মৃত্যুর কোলে,
আমি তেমনি আজন্ম হাসি পুজ্ঞিভূত করে বলছি
আমার 'মৃত্যু চাই'।
যেমন উত্তাল সমুদ্র উর্মি জীবনের সবেগে
হাসিমুখে আঁছড়ে পড়ে মরণ বেলাভূমে,
আমি তেমনি জীবনের সমস্ত গতি থমকে দিয়ে বলছি
আমার 'মৃত্যু চাই'।
যেমন প্রতিটি মুহুর্ত জন্ম নিয়েই
বীরের মতো ঝরে পড়ে মৃত্যুর কোলে,
আমি তেমনি সমস্ত বীরত্ব পুজ্ঞিভূত করে বলছি
আমার 'মৃত্যু চাই'।
যেমন ফলবান রাজবৃক্ষ ফলভারে
নুয়ে পড়ে মৃত্যুর কোলে,
আমি তেমনি সমস্ত বীর্য পুজ্ঞিভূত করে বলছি
আমার 'মৃত্যু চাই'।