আমিও নষ্ট হলেম পৃথিবী, ক্যামন?
তুমিও নষ্ট হলে য্যামন।
এতো সৃষ্টি মরে, তুমি বেঁচে থাকো কোন সুখে?


তুমি মরলেই তো আমিও মরি,
তখন আর কোনো লালসা থাকবে না,
খঁসে যাওয়া স্তনে শকুন বসবে না,
রক্তচোষা বাদুড়গুলো নিশ্চিহ্ন হয়ে যাবে,
অসভ্যতা অশ্বত্থের মতো পা পুতে দাঁড়িয়ে থাকবে না,
নবজাতিকার মুখে মদের গন্ধে মৌমাছি বসবে না আর,
পৃথিবীতে আর কোনো ডোম থাকবে না,
থাকবে না আর কোনো মৃত্যু।
দুশ্চিন্তা করে আমার স্নায়ুকোষ শুকিয়ে যাবে না,
পথ আগলে বসে থাকবে না নিষ্পাপ ভ্রুণ।


পৃথিবী তুমি মরে যাও,
কেবল তাতেই আমি খুব করে বেঁচে যাই।