সমাজটাতে আগুন দেবো
ভাঙ্গবো ওদের পা,
বজ্জাতেরা দিব্যি হাসে
দেখলে জ্বলে গা।
ঘুরে বেড়ায় বীরের বেশে
আইন তাদের মা,
দোষের বোঝা ভীষণ ভারি
তবু নুয়ায় না।
যা ইচ্ছে তাই সবই করে
নেই ক ভাবনা,
যেই ভাবে সেই পূরণ করে
মনের কামনা।
এটা ধরে ওটা ছাড়ে
বারণ মানে না,
মামা খালুর দোহাই দিয়ে
পাতে বিছানা।
দিনের বেলায় মহান নেতা
রাতে রাত কানা,
গরীব দুঃখীর খবরখানা
ভীষণ অজানা।
মজলুমেরা কন্ঠে তোলো
ঝড়ের খঞ্জনা,
ইচ্ছে হলেই কন্ঠ চালাও
হবে মন্দ না।