যখন আলো নিভে যায়,
মৃত্যুরা জেগে ওঠে
নিস্তব্ধ শবদেহ উন্মত্ত হয়,
তিন' শ পঁয়ষট্টি দিনে খুন হওয়া প্রাণ
জেগে ওঠে।
অত্যাচারিত আত্মা আর অত্যাচারী প্রেতাত্মায়
ভীষন যুদ্ধে কুরুক্ষেত্র,
শানিত তরবারী ঘর্ষনে অগ্নি স্ফুলিঙ্গ
চারিদিকে আগুনের ঝটকা,
পুড়ে ভষ্ম অত্যাচারীর আসন।
মৃত্যু যন্ত্রনায় কাতর প্রেতাত্মারা
আবার মৃত্যু বরে মর্মান্তিক যন্ত্রনায়,
অত্যাচারিত শবদেহে হাসির রোল পড়ে,
এ হাসি বিজয়ের হাসি।
  অত্যাচারীর রক্তে পুনরায় রঞ্জিত হয়
মজলুমের ভেজা লাল শার্ট,
জবজবে তাজা রক্ত
গরম লাল রক্ত।
লাল খুনে হাসে অত্যাচারিত
হাসে বিজয়ের হাসি,
এখুন খুন নয়
খুনের বদলে লাল খুন,
পরাজয়ের বদলে বিজয়ের হাসি।