ঝলসে যাওয়া একটি স্বপ্নবাজ স্বপ্ন
আমাকে বার বার ডাকে,
"তুই মুখ থুবড়ে পড়ে আছিস কেনো?"
ক্ষয়িষ্ণু আমি আড়চোখে তাকাতেই
চোখ বুজে যায়।
ইথারের মতো ঝির ঝির দৃষ্টি
নিমিষেই ঝাপসা হয়ে যায়।
যেন মনে হয় অন্তিম শয়ানে শুয়ে আছি।
স্বপ্ন আমায় আবার ডাকে।
আমি চোখ মেলি,
যেন কর্নিয়া-পল্লবের সহস্র বছরের
প্রেমসংসার ভেঙ্গে গুড়িয়ে দিয়েছি।
তখন স্বপ্নটি আমায় বর্ণমালা দেখায়,
       "জীবনের বর্ণমালা"!
'এ' তে - একটা জন্ম বার বার নয়,
'ত'তে-তবে স্বপ্ন দেখো বার বার ভাই।
আমি বার বার ভাবি,
ভাবনার ভগ্নাংশগুলো জোড়া লাগাই,
আর দাগ পড়া ভাবনাগুলোকে
লেলিয়ে দিই স্বপ্নবাজ স্বপ্নের পিছে।