যার ভালোবাসার কথা ছিলো সে ভালোবাসেনি।
অথচ দ্যাখো,
এই একলা আকাশ আমাকে ভালোবেসে কত কিছুই না দিয়েছে,
কত রোদ কত মেঘ,তার আবার কত রঙ্গ,
চাঁদ জ্যোৎস্না,তার আবার কত স্বাদ।
নিঃসঙ্গ সমুদ্র আমাকে সুর দিয়েছে,
নুড়ি বালি পাথর দিয়েছে,
আঁছড়ে পড়া ঢেউ, সমুদ্রস্নান দিয়েছে।
একগুঁয়ে পাহাড় আমাকে ঝর্ণা দিয়েছে
ঝর্ণা আমাকে প্রাণ দিয়েছে,
শান্ত নদী আমাকে বয়ে নিয়ে গেছে প্রকট উচ্ছ্বাসে।


কি আছে এদের?
তবুও আমাকে সব দিয়েছে।


তোমার সব ছিলো,
তোমার একগুঁয়ে ভালোবাসার উচ্ছ্বাস ছিলো,
তুমি দোকলা ছিলে, নিঃসঙ্গতা ছিলো যোজন দূরত্বে।
অথচ তুমি তার দাওনি কিছুই!