এখনও দাঁড়িয়ে আছি।
পায়ে শিকড় গজালো
গা আলুথালু হলো বয়সের সুচারু কষ্টিতে,
তাজা নিঃশ্বাস বৃদ্ধ হলো
বদরাগী যৌবন অস্তমিত প্রায়,
গায়ে ছেঁড়া শাল পোটকা গন্ধে ভরে আছে,
অনাদরে বেড়ে ওঠা দাঁড়ি গোঁফ
যেন বটবৃক্ষের ঝুলন্ত মূল।


তবে হায় প্রিয়তমা!
কোথায় তোমার এক খিলে সুগন্ধী পান।


চশমাটা ঘোলাটে।


যৌবনে নিতীশ কাকু বলেছিলো,
বুঝলি বাবা,বয়স হলেই সব রং চুকে যাবে।
আমি সেদিন বুঝিনি,
লাল শাড়ি,চুড়ি,আলতারও বয়স হবে,
সব কিছু ফ্যাকাসে হয়ে যাবে,
সফেদ গাউনে জড়াবে তুমি,
আর আমি অশ্বথ বৃক্ষের মতো ঠাঁই দাঁড়িয়ে
তোমার স্মৃতির পুঙ্খানুপুঙ্খ ব্যাবচ্ছেদ করবো!