কোনো অভিযোগ নেই আমার।
কি চেয়েছি আর কি দিলে,
কতটুকু দিলে কি পরিমাণ,
তা পরিমাপে আমি বিশ্বাসী নই।
কতটুকু সুখ চেয়েছি
বা কতটুকু দুঃখ দিলে,
যা দিলে তা কেনো দিলে,
তা জানতে আমি ইচ্ছুক নই।
কি কথা শোনালে
মিঠা নাকি তেতো,
না কি বিষবাণে বিধালে,
তা শুনতে আমি আড়ি পেতে নই।
কতটুকু অশ্রু ঝরালে
সুখে না কি দুখে,
না কি কপটতা ছলে,
তা ছুঁতে আমি রাজি নই।
কতটুকু পোড়ালে আমায়
কারণে বা অকারণ,
অঙ্গার হয়েছি কি,
তার পিছুটানে আমি জেকে নই।
তবে পেয়েছি অনেক কিছুই,
যা ছিলো লিপ্সার ওপারে।
তাই কোনো অভিযোগ নেই আমার।