শতের মাঝে তো,
আছে একজন।
তিনি হলেন শিক্ষক।
বড় গুরুজন।


সর্বোচ্চ এই ধরণীতে,
যাহার সম্মান।
যাহার উচ্চতায় হবে নাকো,
বিভেদ-ব্যবধান।
তিনি সতেজ পল্লব।
সর্বজনীন চির অম্লান।


তবু ও কারো মনে প্রশ্ন জাগে,
নিয়ে তাহার মান।
কেন করো না সম্মান তাহারে?
মানো না কেন বলে প্রধান?


এমনি পাওনি তোমার,
সুন্দর জীবন।
থাকিতে হয়েছে মাঝে,
তাহারই কানন।


জেনে রেখো মা-বাবার পরে
তাহারই স্থান।
যেন থাকে না আঁখিতে তোমার,
অভক্তিতুল্য ভান।


তোমার জীবনের পিছে রয়েছে,
তাহার ঘাম।
কখনো ডেকো না তুমি,
ধরে তার নাম।


দ্বিধা করিও না কোনদিন ধুতে,
তাহার চরণ।
আজীবন করিও তুমি,
তাহাকে স্মরণ।