নিশি যখন গহনে পরিণত হয়,
ক্ষুদ্র মিটমিট পায়ে,
কে জানি এগিয়ে যায়।
যাহার গন্তব্যের মাঝে,
কোন নির্দিষ্টতা নাই।
কাটেনি গো আজ
এ নিখিলে যাহার ভয়;
যাহার তরে দ্বারে দ্বারে,
রক্ষী দাঁড়িয়ে রয়।
কেন হে জন তোমায়
অভিশাপের বস্তু হতে হয়?
জানো নাকি তুমি হে,
অভিশাপেরে খুবই মন্দ কয়।
সম আবীরের লজ্জা,
না ভাই কতই নিকৃষ্ট হয়।
তাই গো আজ শপথ করো,
হইবে মহৎ এর ন্যায়।