অবহেলা কর আমায় যত ছিল স্বাধনায়
মেনে নিব সবকিছু বিচ্ছেদের বাসনায়।
ঘর বাড়ী সবই হলো পেলে আরো সংসার
আমি আজ অসহায়, তাতে তোমার কি আর আসে যায়।
ছিলাম তোমার, যখন কেউ ছিলনা আর পাশে
আজতো সব পেয়েছো দরকার কি আর আমার আছে।
নিরবে নৃভৃতে দুমরে কেঁদেছো কত রাত জেগে জেগে
আজ তোমার সব হয়েছে, তাইতো একা হলাম অবশেষে।
অভিনব তোমার নিদারুন খেলা বুঝিনি একটুও আগে
তাহলে কি থাকতাম এতদিন শুধুই তোমার পাশে।
সুখে থেক নন্দিনী সুখগুলো রেখ তোমার আঁচল ভরে
নাইবা তোমায় পেলাম, দুঃখ যা পাবার পেয়েছিতো মনের ঘরে।
বড় ভালো লাগে দেহে তোমার, শাড়ি মোড়ানো দেখে
আনন্দে বুক ভরে যায়,
আর আমি হতবাক হই বার বার তোমায় দেখে।
এই তুমিইতো একদিন আমারী ছিলে
হয়েছো আজ ঘরনী অন্যের ঘরে,
ব্যবধান খুজি কি বা পেলে, যা পাওনি আমার মাঝে।
আফসোস মনে এতদিন পাশে থেকে আজ দুরে চলে গেলে
না পাওয়ার বেদনায় বুক ভরে দিলে।
অভিশাপ দিবনা সুখী হও সুখ খুজে নিয়ে
এটাই তোমার জন্যে আমার দোয়া অবশেষে।