জীবন আমার নষ্ট হলো নষ্ট দেহ মন
জ্বালাই জ্বালাই পুড়াই দেহ সুখেরী অনল।
কারে আমি বলবরে ভাই অন্তর দেখায় কারে
দেহ আমার অচল হলো কাঠখোট্টা রোদে।
তোমার আশায় থাকলাম বসে কত দিনের শেষে
দিনতো গেল হেলায় ফেলায় রাতটাও গেল শেষে
বুঝিনাগো তোমার আমার সম্পর্ক আসলে যে কিসে।
মিশেমিছি তালবাহানা দেখলে বাড়ে জ্বালা
দুরে গেলে মন পড়েনা বাড়ে মনের জ্বালা।
কত কথা তোমার দেওয়া স্বপ্ন হয়ে ভাষে
হাত বাড়িয়ে ধরতে গেলে নানা বাঁধা আসে
যাবো কোথায় কোন দেশে আজ কোথায় পাবো তারে।
যে আমায় স্বপ্ন দেখায় সে কিনা থাকে ভিন দেশে।
অচিনপিরের মানুষ তুমি অচিনপুরেই ঘর
স্বপ্ন তুমি বুনাতে চাও লাগে মনে ভয়।
এত ভয়ে লাভ কি আর আবেগ কিসে বল
তুমি আমার জীবন সাথী তুমিই আশার আলো।