আমি আর তোমার হতে চাইনা
আমি আর ব‌্যেথা বাড়াতে চাইনা
আমি আর কারো পথের কাটা হতে চাইনা
আমি চাইনা আমার কারনে আর কারো জীবনে
যুদ্ধ সংঘটিত হোক, পূবালী বাতাসে কান্না ভেসে আসুক
আমার জীবনের বড় ভুল সেতো মুছে গেছে দুছোখের লোনা জলে
এ কি কম পাওয়া, এ পাওয়ায় ধন্য আমি
মেনে নিয়েছি আগামীর পথচলা।
মিছে কেন করো অনুসূচনা
এতো তোমার সিদ্ধান্ত,কথা হবে আর হবেনা দেখা
বরং দেখলেও না দেখার অভিনয় এতো তোমার স্বভাব
আমার মধ্যে কি আছে এর কোনটা
ভেবে দেখো আমি বড্ড হতভাগা
তাইতো তোমার সুখের আশায় নিজের সুখকে করেছি শুধুই অবহেলা।
জীবন যেরকম সেভাবেই আমার চলাফেরা
কিন্তু তোমার, বত্যয় ঘটেছে কি?
বিন্দু পরিমাণ কিছুই নেই
শুধুই হিসেব করাে সব কিছুর মূলে চাওয়া পাওয়া।