বিন্দু বিন্দু করে হাজারো ভালোবাসা জমিয়েছিলাম তোমার জন‌্যে
তুমি সময়ই দিলেনা বরং চলে গেলে অচিনপুরের ঠিকানায়।
হায়রে নিয়তী আমার হৃদয়ে রক্তক্ষরনই হলো যার পরিনাণ
নিভলো আলো আর ভেসে গেল স্বপ্ন বিধাতার দেওয়া শ্রেষ্ঠ সাগর নয়নের জলে।
কি করে হলো এমন আঁধারের মাঝেই পথচলা
আশার ভরেই হলো হয়তোবা নিঃস্ব হৃদয়ের ঠিকানা।
ভাবনায় যার ছিলনা কোন সীমানা
কি নিয়ে ভাববো আমি পাইনা কোন সীমানা
হায়রে নিয়তী সব কিছু মেনে নিলাম
তবুও মিললনা জীবনের ঠিকানা।