নন্দিনী তোমায় আজো ভুলিনি
সেই কবেকার কথা রোদমাখা বিকেল
আর দীঘির জলের মাতন খেলা,
আছে কি তোমার মনে।
নাকি রঙ্গিন জলের খেলায়
ভেসে গেছে কাজল তোমার চোখেরও।
আমায় বিশ্বাস পাওনি
তাইতো এত এত অবহেলা আর লাঞ্চনায়
আমার দিকে ঠেলে দিলে মিথ্যের ছড়াছড়ি,
কতনা কলঙ্ক সাজালে আমার নামে
তবুও চাই সুখী হও, হোকনা কষ্ট আমারী
তুমি কি জানো এত কষ্টের মাঝেও
নন্দিনী তোমায় আজো ভুলিনি।