আমায় তুমি ভুলবে বলে ধরলে অন্যের হাত
ভোলাতো হলোইনা শুধু করলে জীবনের সর্বনাশ।
এত এত আশায় জীবন কি আর চলে
ছোটখাটো ভুল মেনে নিতে হয়,
তাহলেই জীবন ভরবে সুখী আর সমৃদ্ধতায়।
যত বেশি দোষ সবই নন্দঘোষ
প্রবাদ বাক্যের মত বাক্য বলে লাভ কি আর
তার ছেয়ে ভালো যে পথে বাড়িয়েছো পা সে পথেই যাও।
আমি আছি থাকব আগের মতই
তুমি নেই হয়েছে কি তাতে
জীবনতো থেমে থাকার নয়।
আলোর পরে অন্ধকার জাগতের নিয়ম
তবুও হয়নি পিছু পা,
বুক ভরা আশায় আজো আছি পথ চেয়ে
অন্ধকারের পরেই কিন্তু আবার আলো।
যায় দিন ভালো আসে দিন খারাপ
আমি মোটেও বিশ্বাসী নয় এই বাক্যটায়
দিন যেমনি হোক ভালো উপভোগ করায়।
সুখী হও ভেবনা আমায়
সুখতো এখন তোমার শাড়ির আঁচল
না হয় থাকলাম পরে আমি, নংরা কাদামাখা নরদমায়।