মাগো তুমি কোথায় আছো
কেমন আছো দেখতে মন চায়
দাওনা দেখা কি আর হবে
মিঠবে মনের জ্বালা।
এত কষ্ট কেন দাও আমায় মনে নেই
হাতের পরশ বুলিয়ে দিতে
কত বাকুল ছিলে,
আদর করে ডাকতে আমায়
লক্ষী সোনার ছেলে।
কত মাস কত বছর
হায়রে গেল চলে
বাড়ির পাশেই থাকলে ঘুমে
কোথায় খবর নিলে।
মানুষ নামে জন্ম নিয়ে
হায়রে বিধি সুখের জনম দিলে
কি করি আজ ভেবে না পাই
ভরবে পেট কোনটা আগে খেলে।
হানাহানির দুনিয়াতে কি আর আগে পরে
সবাইকেই যেতে হবে
স্বাধের জনম ছেড়ে।
স্বর্থে ভরা পৃথিবীতে
দোষ কি বল তোমার মাগো আছে
নিয়মনীতির নিলাখেলা
হয়তো যাব দুদিন আগে পরে।
মাগো আামর রাগ করোনা
ঋণের বোঝা ঘারে,
সুখের দিনে সুধবো যে ঋণ
সুযোগ কোথায় দিলে।
আশার হাল ছাড়িনি মা
আছি আজো ধরে
একটু হলেও শুধবো যে ঋণ
রোজ হাসরের মাঠে।