সবুজ মাঠের ফসল আর পুকুর ভরা মাছ
বয়ে আনে আনন্দ আর দুবেলা দুমুঠো ভাত
কষ্টের পরে গোলায় উঠালাম, খেতের কিছু ধান
এত কষ্টের পরেও থাকেনা কিছুই
বরং নিতে হয় মহাজনের দান।
হায়রে জীবন
যেন নিজের গলাই বাজালাম নিজেই তলোয়ার।
মনে হয় লাভ কি এত এত আবাদ সুবাদ
শুধুই বড়লোকদের বড় করার প্লান
তার চেয়ে সেইতো ভালো অতকিছু নয়
নিজের প্রয়োজন মিটান।