তুমি দুরে গেলে প্রাণটা কাঁদে
কষ্ট এসে হানা দেয় দুয়ারে,
কষ্টের কালো মেঘে কঠিন বজ্রপাতে
বৃষ্টি নামায় দুচোখের কিনারে।
যেওনাগো চলে
তুমি দুরে গেলে প্রাণটা কাঁদে।
অভিমান যতই আসুক
সব ভুলে আপন করে নিও
ভুল হলে মনের দুয়ারে আঘাত করো
কোন সুখের স্মৃতির বেড়া দিয়ে
ভেঙ্গে দিও নিরবতা বড় কোন আশ্বাসে।
তবুও যেওনাগো দুরে
তুমি দুরে গেলে প্রাণটা কাঁদে।
তোমার হৃদয় মাঝে মোর ছবিখানা
আটকে নিও, যতখুশি শক্ত বাঁধনে।
তাতেই থাকবে ভরে
হাসিমাখা রদ্দুর হাজারো বরষাতে,
আমায় ফেলে যেওনা কোন দুরদুরান্তের পথে
বড় আশায় বাসর সাজিয়ে আছি বসে
তুমিও থেকো আমার চারিপাশে
যেমন করে চাঁদ দেয় আলো রাতের আঁধারে।
তবুও যেওনাগো দুরে
তুমি দুরে গেলে প্রাণটা কাঁদে।