যেদিন আমার বন্ধ হবে শ্বাস
মৃত্যু এসে করবে আমায় গ্রাস
মা, বাবা, ভাই, বোন  কোন আত্বীয়-স্বজন ডাকবেনা আর নাম ধরে
সবাই বলবে আমায় লাশ।
পৃথিবীতে ছিলাম কত নামি-দামী
দেখিয়েছিলাম কত বাহাদুরী
স্ত্রীও আমায় আর দিবেনা পরিচয়, আমি ছিলাম তার স্বামী
ছেলে মেয়ে আর ডাকবেনা বাবা বলে
আমিও বলতে পারবনা আয় খোকা আয় কোলে,
সেদিন আমার আপনজন সবাই হয়ে যাবে পর
যাদের সাথে ছিল আমার বাঁধন জন্ম জন্মান্তরের।
যাদের রেখেছিলাম শক্ত বাঁধনে বুকে ধরে
হায়রে নিয়তী আমার
তারাই আজ রেখে যাবে আমায় অন্ধকার কবরে।
কবর পাশে হেঁটে যাবে কত বন্ধু বান্ধব আত্বীয় স্বজন
হয়তোবা আমার কথা পরবেইনা তাদের আর মনে
আমি যে ছিলাম তাদেরই একজন
ছোট্ট বেলার সাথী।
মা, বাবা কাঁদবে অঝোর ধারায় এর যেন শেষ হবেনা কোনদিনই
ভাই বোন কাঁদবে হয়তো দুই চার দিনই
তারপর দেখা যাবে হয়তো আপন ঘরনী
সেও চলে যাবে অন্যের হাত ধরে,
ছেলে মেয়েই থাকবে শুধু, বাবা হারা আজন্মের দুঃখী
চোখের পানিই থাকবে তাদের চিরসাথী।
হায়রে জীবন কি করেছিলাম আর কিবা করি নাই
এযে মিশে মায়ার খেলা, আসলে কেউ কারো নয়
জীবন শুধুই খনিকের ভোগ বিলাশ ছাড়া কিছু নয়।