আমার দিনগুলো বৃথায় গেল বুঝি আজ
তোমার অনুকামনায় বেলা গড়িয়ে গেল
তবুও রাখলেনা কথা
অপেক্ষায় কাটেনা আর বেলা
কত নিশি ফুরিয়ে গেল দিলেনা দেখা।
রক্ত কবরী সরবরে ফোটে
রাতে মাধবী লতা গন্ধে বাকুল করে
ঝিঝি পোকা ডাক পারে
আর জোনাক জ্বলে মিট মিট করে
মধুর বাসনায় ছাদে দাঁড়িয়ে থাকা,
কত দিন সহিব আর।
রাতের শেষে ঘুমের দোলায় দুলিয়ে দিতে মন
কার না বল চায়
আমিতো মানুষ অনুকাব্যেই লেখা কবিতা আমার
এত ডাকি আহাজারি চোখে
বুঝেও না বোঝার ভান
এ ঘুম আমি ভাঙ্গাব কেমন করে
বুঝে গেছি ছলনায় হবে যার পরিণাম।