আমার জীবনের শেষ আশ্রয়
ওগো তোমার হৃদয়ের বিশাল জমিন
সদায় বিচরণ সেথায় পলকে পলকে আনমনে
নিদারুণ স্বপ্ন আর অনাবিল আশ্বাস
কি করে ভুলবে আমায়, তোমার চিন্তা বার মাস।
ছলনার ছলে অনরগল বলতে
আমি বুঝিনি তোমার এতটাই মিথ্যাচার,
কিছুই বুঝলামনা
আশ্রয় দিয়েছিলাম হৃদয়ের ছায়াতলে
কি লাভ হলো আমার
বিনিময়ে খালি হাতেই ফিরিয়ে দিলে।
অজানা তোমার কথাগুলো আজ বড়ই মনে পড়ে
মনে পরে তোমার ছলনার মুখ
মনে পরে আরো মিথ্যে আঘাতগুলো
এমন করে শিখালে তুমি প্রেম,
সামনে পা বাড়াতে কি না বাড়াতেই
ফিরে আসি পিছনে।
আতংকেই থাকি বারে বারে
এই বুঝি তুমি এলে
আনাচে কানাচে
রং এর তুলিতে ঘর খানি মোর
আবার কালো মেঘ ঢেকে দিতে।