কি পেলাম আমি এই ছোট্ট জীবনে
যন্ত্রনা আর হাজারো ব্যাথায় ভরা
ক্ষত বিক্ষত হৃদয় ছাড়া।
তোমার অনুপ্রেরণায় উঠে দাঁড়াতে চেয়েছিলাম
চেয়েছিলাম নতুন জীবন
বিনিময়ে নিঠুর সম্পর্ক করে দিলে
আজীবন কান্নাকে।
থাকবে আমার জনম জনমের সাথী
থাকবে আমার শিড়া-উপশিরায়
থাকবে আমার হৃদয়ের মাঝখানটাই
কতই না কথা,
সব ভুলে গেলে
কে এই সৌভাগ্যবান
যার আদলে দিয়ে দিলে প্রাণ
বড়ই স্বাধ জাগে দেখতে তাহার মুখ-খান।
ভাবতেই  পারিনা এত এত স্বপ্ন এত এত প্রেম
কিভাবে দুপায়ে মারিয়ে সামনে বাড়ালে পা,
কি লাভ তোমার, নষ্ট করে আমার জীবনটা
ভালো কিবা মন্দ বলবনা
অনেক বিশ্বাস আর আস্তা নিয়েই
শুরু করেত চেয়েছিলাম জীবনটা।
কি লাভ হলো
তোমরা মেয়েরা কেন এমন করো
জীবন কি এতই ছেলেখেলা!