তোমায় আর ভোলা হলোনা
তোমায় আবেগ দিয়ে রাখবো ধরে
থাকো যতই দুরে হয়ে অচেনা।
মনের টানেই রাখব ধরে
শক্ত বাঁধনে বেঁধে
হৃদয়ের অন্ধকারাচ্ছন্ন ঘরে।
যতই দুরে যাও লাভ নেই
আমার সমস্ত ভালবাসা শুধুই তোমায় ঘিরে।
তুমি মোর হৃদয় আঙ্গিনায় আলো জ্বালিয়েছিলে
অন্ধকার রাতে জোসনার আলো হয়ে
তুমি মোর ভিতরের স্বপ্নকে জাগিয়েছিলে
অনেক যত্ন করে।
এতই সহজ, নিমিশেই সব ভুলে যাবে
তা কি হয় !
যে আগুনের খরতাপ আমায় পুরায়
সে তাপের অংশিদার তুমি কি হবেনা।
আরে তুমিতো নাচনেয়ালী
শুধু নাচের মহড়াই শিখাতে জানো
নিজে নাচেত জানোনা।
তুমিতো স্বপ্ন দেখাতে জানো
স্বপ্নকে বাস্তবতার রুপ দেখাতে পারোনা।
তুমিতো মায়া কান্নায় কাঁদতে জানো
হাসাতে জানোনা।
তুমি কাগজের ফুল
তোমার মাঝে কোন ঘ্রাণ নেই।
তুমি নিষ্ঠুর তুমি পাষান
তুমি অহংকারী তুমি ছলনাময়ী
তোমায় কি ভোলা যায়।
সত্যিই তুমি সেরা
কি করব বিদায় বেলাই তোমাকেই গুরু মানি।
কৃতকর্মেরই ফল হয়তো তোমায় পাবনা
মেনে নিলাম
জীবনযুদ্ধে তোমারী বিজয়
ধণ্য তোমারই অভিনয়।
যদিও এমনটি হোক আমি চাইনা
তবুও বলি ভয় পেয়োনা,
যেহেতু ভালোবেসেছি তোমায়
কোন বিপদের সম্মুখ পানে
কালান্তরের প্রেক্ষাপটে
যদি মন চায় চলে এসো ।
ফেরাবনা খালি হাতে !!!