আমার জীবন দিলাম ওগো তোমার জীবনের তরে
আর ছড়িয়ে দিলাম ভালবাসা সমস্ত পৃথিবী জুড়ে।
জানলে জানুক লোকে আর বলে বলুক নিন্দুকে,
তোমায় ভালবেসেছি এ আর গোপনের কি?
থাকবেনা কোলাহল, থাকবেনা ভেদাভেদ
বলেছিলে কতবার আমার দুহাত খানি ধরে
এই কি তার পরিণাম এই কি ভালবাসার দাম।
অভিনয় কেন করলে কিবা ক্ষতি করেছিলাম
হয়তো চাওয়াটাই বেশি ছিল,তার বিনিময়ে এতো বদনাম
সইব কেমন করে চোখের সামনেই তোমার অপমান।
হাত দুটি ধরে অন্যের হাতে, ছল ছল চোখে অবাদ বিচরণ তোমার
কার কারণে এত অভিমান।
থাক দুরে গেছো সেই ভালো চাইনা করুনার দান
যেদিন সবাই হারিয়ে যাবে
হারাবে যখন সুখের স্বপন তোমার
ঠিক মনে পরবে আমায়,
ঠিক চোখের কোণ থেকে পড়বে দুফোটা ননা জল।
এ আমার বিশ্বাস আর কেউ নাইবা চিনুক আমিতো তোমায় চিনি।