তুমি পূর্ণিমা রাত হলে আমি হতাম চাঁদ
সারা রাত জেগে জেগে আলোর ঝলকে
ভড়িয়ে দিতাম তোমার  গা।
তুমি দিঘীর জল হলে আমি হতাম ঝড়ো হাওয়া
সূর্যের আলোতে দিঘীর জলে
খেলাতাম ঝিলিমিলি রোদে মাতন খেলা।
তুমি রংধুনু হলে আমি হতাম সাতটি রংঙের আভাস
তুমি বৃষ্টি হলে আমি হতাম রোদের ঝলক
তুমি অগ্নী হলে আমি হতাম তোমার শিখা।
তুমি গ্রামের মেঠ পথ হলে আমি হতাম সে পথের ধুলো
তুমি শস্য শ্যমলা ভরা গ্রাম হলে
আমি হতাম শিশির ভেজা ভোরের সকাল।
তুমি শস্যের মাঠ হলে আমি হতাম রাখাল।
থাকতাম মিশে একাকার হয়ে
তোমাতে আমি আর আমাতে তুমি
বড়ই সুন্দর হত আমাদের পৃথিবী।
নিঃদ্বীধায় হারিয়ে যেতাম অনন্তবিহীন জীবনের তরে
এক ফোটা বৃষ্টি আর রোদ হয়ে।